রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে ‘টেস্ট অফ দ্য সি’

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল আয়োজন করেছে সি ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব দ্য সি’। এ উৎসবে থাকছে সামুদ্রিক খাবারের বিস্তৃত ভিন্নধর্মী আয়োজন, যেখানে অতিথিরা স্বাদ নিতে পারবেন অক্টোপাস, শ্রিম্প, লবস্টার, রেড স্ন্যাপার, ক্যালামারি, স্কুইড, সালমনসহ বিভিন্ন সামুদ্রিক মাছের সুস্বাদু পদ। বৈশ্বিক স্বাদের সংমিশ্রণে মাল্টিকুইজিন পরিবেশন করা হবে, যা খাবারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি থাকছে লাইভ স্টেশন, যেখানে শেফদের দক্ষতায় তৈরি হবে তাজা ও সুস্বাদু সি ফুড। বাহার মাল্টিকুইজিন রেস্টুরেন্টে আয়োজিত এ উৎসব শেষ হবে ১১ ফেব্রুয়ারি। নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ অফার, একটি কিনলে দুটি ফ্রি ৭,৯৯৯ টাকায়। বিস্তারিত : www.renaissancedhakagulshan.com