রজতজয়ন্তী উৎসবে যুগান্তর
শুভেচ্ছা বাণী

ফারিন সুমাইয়া
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যুগান্তর এবার রজতজয়ন্তী উৎসব পালন করছে এমন এক সময়ে যখন দেশে সংস্কারের জোয়ার লেগেছে। দীর্ঘদিনের দুঃশাসন থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা গড়ছে নতুন এক বাংলাদেশ। দৈনিক যুগান্তর তার জন্মলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সবার মন জয় করেছে। এ বছর যুগান্তর রজতজয়ন্তী উৎসব পালন করছে। রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার ঘরেবাইরে পাতার সঙ্গে সম্পৃক্ত থাকা রন্ধনশিল্লী, মডেল এবং ফ্যাশন ডিজাইনাররা। গ্রন্থনা : ফারিন সুমাইয়া
বিপ্লব সাহা
ফ্যাশন ডিজাইনার
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যুগান্তরের অবদান অনেক। সে ধারাবাহিকতায় যুগান্তরের ঘরেবাইরে সব সময় আমাদের পাশে ছিল পরিবারের অংশ হিসাবে। রজতজয়ন্তী উৎসবে যুগান্তরকে জানাই একরাশ শুভকামনা। আশা করি পরিবর্তিত বাংলাদেশে নতুন নতুন পাতা নিয়ে পাঠকদের সামনে আসবে যুগান্তর।
মুন্নুজান নার্গিস
ফ্যাশন ডিজাইনার
লা-রিভের পক্ষ থেকে অনেক শুভকামনা। সাংবাদিকতায় বরাবরই যুগান্তর গঠনমূলক এবং সত্য সংবাদ প্রকাশ করে আসছে। পাশাপাশি ফ্যাশন নিয়ে যুগান্তরের ঘরেবাইরেকে সব সময় পাশে পেয়েছি। সব অঙ্গনে এভাবেই ছড়িয়ে থাকুক যুগে যুগে যুগান্তর।
আফরোজা পারভীন
রূপবিশেষজ্ঞ
যুগান্তরের সঙ্গে বন্ধন অনেক দিনের। ভালো কিংবা মন্দ সময়ে সব সময় পরিবারের মতো পাশে পেয়েছি সবাইকে। ঘরেবাইরে সংখ্যাকেও কাজের ক্ষেত্রে পেয়েছি সব সময় পাশে। পাঠক জনপ্রিয়তায় তাই যুগান্তর সবার থেকে আলাদা। এভাবেই সামনে এগিয়ে চলুক যুগান্তর। রজতজয়ন্তীতে জানাই একরাশ ভালোবাসা।
নওরীন ইমান ইরা
ফ্যাশন ডিজাইনার
রজতজয়ন্তী উৎসবে প্রথমেই জানাই দৈনিক যুগান্তরকে শুভেচ্ছা। প্রাপ্তির তালিকায় আরও একটি নতুন বছর যুক্ত হলো। প্রথম থেকেই যুগান্তর যেমন পাঠক জনপ্রিয় একটি পত্রিকা ছিল বর্তমানেও তা আছে। সময়ের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হয়েছে, বিশেষ করে ফ্যাশন দুনিয়ার খবরাখবর যুগান্তর সবার আগে তুলে ধরে। সে জায়গা থেকে জানাই কৃতজ্ঞতা।
জুলিয়া আজাদ
রূপবিশেষজ্ঞ
যুগান্তরের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। ভালোবাসার জায়গা থেকে যুগান্তর আমার কাছে সবার আগে। এছাড়া ঘরেবাইরে পাতা শুধু আমাদের কথা বলে, যা অন্য যে কোনো পত্রিকা থেকে আলাদা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগান্তর সবসময় সময়োপযোগিতা বুঝে। এর বাইরে অনলাইন ভার্সনের কারণে যুগান্তর এখন আরও হাতের নাগালে
ফারহানা রুমি
রূপবিশেষজ্ঞ
যুগান্তরের সাংবাদিক ভাইবোনদের এবং যারা এ পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যুগান্তরের পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। জারা’স বিউটি লাউঞ্জের পথচলার শুরু থেকেই যুগান্তরের ভূমিকা ছিল অতুলনীয়। যুগ যুগ এগিয়ে যাক যুগান্তরের পথচলা।
শাহিনা আফরিন মৌসুমি
রূপবিশেষজ্ঞ
দুই যুগের পথ পাড়ি দিয়ে যুগান্তরের আজ রজতজয়ন্তী উৎসবে। দীর্ঘ এ সময়জুড়ে যুগান্তরের সঙ্গে আছে অনেক স্মৃতি। বিশেষ করে ঘরেবাইরে পাতার আয়োজনে বরাবরই থাকে ভিন্নতা। নতুনত্বের ছোঁয়ায় নতুন বছর সেজে উঠুক ভিন্নতায়। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে যুগান্তর আমাদের পাশে থাকুক যুগ যুগ ধরে।
মনিরা মোস্তফা মিতা
রন্ধনশিল্পী
অন্য যে কোনো পত্রিকার ভিড়ে যুগান্তরকে আলাদা করা যায় খুব সহজে। এর প্রত্যেক পাতার, বিশেষ করে ঘরেবাইরে পাতার আয়োজনে সবসময় থাকে কোনো না কোনো ভিন্নতা। যুগান্তর সবসময় জনমানুষের হয়ে কথা বলে। যুগে যুগে যুগান্তর এভাবেই পাশে থাকুক-এটাই একমাত্র চাওয়া।
রাহিমা সুলতানা রিতা
রূপবিশেষজ্ঞ
সৃষ্টিশীলতার দিক থেকে বরাবরই যুগান্তরকে আলাদা করা যায়। পত্রিকা হিসাবে কেবল সংবাদই নয়, সাধারণ মানুষের হয়ে কথা বলা এবং বিশেষ করে নারীদের নিয়ে যুগান্তরের কাজ সবসময় ঘরেবাইরে পাতার আয়োজনে ফুটে ওঠে। পথচলা আরও সুদীর্ঘ হোক।
শারমিন কচি
রূপবিশেষজ্ঞ
কিছু অনুভূতির জায়গা বলে প্রকাশ করা যায় না, যুগান্তর আমার কাছে ঠিক তেমনটাই। আমার আজকের আমি অব্দি পথচলায় যুগান্তরের অবদান অনেকখানি। সেই জায়গা থেকে আমি চাই যুগান্তর আরও ভালো ভালো কাজ আমাদের জন্য উপহার দিক। ঘরেবাইরে পাতার এক সময়ের আয়োজন ছিল প্রশ্নপর্বের, তখন থেকেই যুগান্তর আর আমার এক অটুট সম্পর্ক। এভাবেই তুমি পাশে থাক, শুভ জন্মদিন যুগান্তরকে।
গুলশান নাসরিন চৌধুরী
ইন্টেরিয়র ডিজাইনার
যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে জানাই শুভেচ্ছা। একদম শুরুর দিক থেকেই যুগান্তরের সঙ্গে আছি, পাশে আছি, এক যুগের পরিক্রমায় যেমন ছিলাম, তেমনি রজতজয়ন্তী উৎসবেও পদার্পণেও সঙ্গে আছি। সামনের দিনগুলোর জন্য যুগান্তরের প্রতি রইল অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা।
সৌমিক দাস
ফ্যাশন ডিজাইনার
দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি বিকাশে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এক্ষেত্রে যেসব গণমাধ্যম পথপ্রদর্শক-তার মধ্যে দৈনিক যুগান্তর অন্যতম। আমরা রঙ বাংলাদেশ, আমাদের প্রতিটি উদ্যোগের সংবাদ পরিবেশনায় সবসময়ই যুগান্তরের সহযোগিতা পেয়েছি, আমাদের পথচলা হয়েছে অনেক সুগম। বর্ষপূর্তির এ শুভক্ষণের সুযোগে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যুগান্তর পত্রিকার সবাইকে।
শাহিন আহম্মেদ
ফ্যাশন ডিজাইনার
দেশীয় ফ্যাশন নিয়ে যুগান্তর দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। আর সেই সঙ্গে আমরাও আছি। দেশীয় ফ্যাশনের এ এগিয়ে যাওয়ার পেছনে যুগান্তরের অবদান অনেক। বিশেষ করে ঘরেবাইরে পাতার আয়োজনে এর প্রতিচ্ছবি ফুটে ওঠে। যুগান্তরের এ পথচলা অব্যাহত থাকুক যুগ যুগ ধরে; এটাই চাওয়া। রজতজয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
আফরোজা খানম মুক্তা
রন্ধনশিল্পী
যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। যুগান্তর এভাবেই সব সময় সত্য প্রকাশ করবে এবং সর্বস্তরের মানুষের কথা বলবে। সাধারণ মানুষের পাশে থাকবে। যুগান্তরের সঙ্গে যারা সম্পৃক্ত সবার জন্য রইল আমার প্রাণঢালা ভালোবাসা ও দোয়া।
জিন্নাত রায়হান সুমি
রন্ধনশিল্পী
যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে সংশ্লিষ্ট সবাইকে জানাই শুভেচ্ছা। যুগান্তর সব সময় সাদাকে সাদা ও কালোকে কালো বলে আসছে। সব সময় সত্য ও ন্যায়সংগত বিষয় নিয়ে পত্রিকাটি প্রকাশ করে আসছে।
আঞ্জুমান জাহিদ সেতু
রন্ধনশিল্পী
যুগান্তরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এ প্রতিষ্ঠানের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের দৈনিক যুগান্তর। আমি আশা করি যুগান্তর আরও এগিয়ে যাবে সামনের দিকে। যুগান্তরের পরিবারের সবার প্রতি রইল আমার দোয়া ও শুভ কামনা।
আফরোজা নাজনীন সুমি
রন্ধনশিল্পী
যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে শুভেচ্ছা জানাই লাইফস্টাইলবিষয়ক ট্যাবলয়েড ঘরেবাইরেকে। যুগান্তর সবসময় সামাজিক অসংগতি তুলে ধরে এসেছে। আশা করি, সেই ধারা অব্যাহত থাকবে। সর্বস্তরের মানুষের কথা বলবে, সাধারণ মানুষের পাশে থাকবে। সে কামনাই করছি। আগামী দিনের জন্য থাকল শুভকামনা!
জিনাত সুলতানা
রন্ধনশিল্পী
দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তর অর্জন করেছে লক্ষ পাঠকের আস্থা ও ভালোবাসা। সত্যের সন্ধানে নির্ভীক এ মূলমন্ত্রকে ধারণ করে ইতোমধ্যে যুগান্তর বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় দৈনিক সংবাদপত্র হিসাবে আবির্ভূত হয়েছে। এছাড়া যুগান্তরের অনলাইন ভার্সন ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। যুগান্তরের ঘরেবাইরে পাতার সঙ্গে সুদীর্ঘ বছর ধরে সম্পৃক্ত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরিবর্তিত বাংলাদেশে যুগান্তরের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক এ কামনা করছি।