Logo
Logo
×

ঘরে বাইরে

ফাল্গুনের ভালোবাসায় ফুলের সুবাস

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভালোবাসার নিজস্ব কোনো ভাষা নেই। এক পৃথিবীর কোনো শব্দই ভালোবাসাকে প্রকাশ করতে পারে না। ধরাছোঁয়ার বাইরের এক মিশ্র অনুভূতির নাম ভালোবাসা। খুব কাছের মানুষকে প্রাণ ভরে দেখার মাঝে থাকে পরিশুদ্ধতা। কিছুটা আবেগ আর এক বুক অনুভূতি নিয়ে মানুষ তার প্রেম নিবেদন করেন প্রেয়সীর কাছে। কখনো তা পূর্ণতা পায় আবার কখনো না। সুখ আর দুঃখের এ মিশ্র অনুভূতির মাঝে কখনো হৃদয় হয় রক্তের লাল ধারায় সিক্ত আবার কখনো লাজুক হাসির লালচে টোল পড়া গালে বিমোহিত। ভালোবাসা যেমনই হোক, তাকে নিয়ে আছে নানা মানুষের নানা অভিমত। কেউ ভালোবাসা পেয়ে খুশি কেউ আবার হারানোর অপূর্ণতার মাঝেই। তাই হৃদয়ের এ শুভ্রতাকে আরও একটু শুদ্ধতা দিতেই ভালোবাসার দিনগুলোতে ফুলকে বেছে নেন সবাই সবার আগে। ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন নেই। কোনো ঘণ্টা নেই, নেই কোনো পরিসীমা। নিজেকে উজাড় করে দেওয়ার মাঝেও আছে প্রিয় মানুষের হাসির রহস্য। তাই বুঝি কাছের মানুষটির কাছে নিজের আরেকটু প্রশংসা শুনতে কতভাবেই না নিজেকে সাজিয়ে তুলতে প্রস্তুতি নেন। আর এর মাঝে ফুল থাকে তালিকায় সবার আগে। লাল গোলাপে ভালোবাসা প্রকাশ পেলেও হলুদ কিংবা সাদা গোলাপেও কম যায় না ভালোবাসার অনুভূতি। সবুজ পাতায় আবিষ্ট থাকা কলিগুলোয়ও শিশির বিন্দুর মতো ভালোবাসা আবার নতুনভাবে প্রাণের অস্তিত্বের জানান দেয়। একটু শুভ্রতায় সাজতে তাই ফাল্গুনের হাওয়াতে হলদে গাঁদায় থাকে গলার মালা, হাতের চুড়ি কিংবা খোঁপায় গোঁজা কাঁচা হলুদ গাঁদা ফুল। হলুদকে আরেকটু বাড়িয়ে দিতেই হয়তো মাঝে মাঝে যুক্ত করা হয় এক-দুটি গোলাপের কলি কিংবা একমুঠো বেলি ফুলের মালা। শাড়িতে নারী বরাবরই অতুলনীয়। নারীর সাজের পূর্ণতা তাই শাড়িতেই আসে। আর সেই শাড়ির সঙ্গে ফুলের মালার সাজ যেন সব অপূর্ণতাকে পূর্ণতা এনে দেয়। দামি গয়নার বেলায়ও বাঙালির এ সাজের ছোঁয়া হারিয়ে যায় পলকেই। আটপৌরে শাড়িতে বাটা হলুদ রঙের পাড়ে সাদা জমিনে আবির রঙের ছোঁয়ায় কেবলি বাকি থাকে ফুলের গয়না। তাই কেবল সাজ কিংবা প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানাতেই না উপহারের বেলায়ও সমানভাবে অনুভূতির ক্যানভাস হয়ে ওঠে ফুল। এ ছাড়া প্রিয় মুহূর্তের কোনো ছবি মগে ব্যবহার করেও এক তোড়া ফুল নিয়ে অভিমানী প্রিয়ার রাগ ভাঙাতে পারেন অনায়াসে। না হোক এক তোড়া ফুল, একটি লাল গোলাপও আপনার প্রিয়তমার মুখের হাসির কারণ হতে পারে। তাই নিজেকে শুভ্রতার মাঝে রাখতে আর ফুলের ভালোবাসায় জীবনের ভালোবাসাকে উপলব্ধি করতে সুবাসিত ফুল হতে পারে আপনার উপহারের অন্যতম উপকরণ।

কোথায় পাবেন : আজমপুর, রাজলক্ষ্মী, যমুনা ফিউচার পার্কের পকেট গেটের সামনে, বাড্ডা, নতুন বাজার, মিরপুরসহ যদি একটু বড় পরিসরে ভিন্ন ভিন্ন ফুলে উপহারের ডালা কিংবা নিজেকে সাজাতে চান তবে যেতে হবে শাহবাগে।

দরদাম : উৎসব কিংবা আয়োজনকে কেন্দ্র করে ফুলের মালা, গয়না কিংবা বড় ফুলের বুকেট কিনতে দাম পড়বে প্রতি পিস ১০০ টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম