উষ্ণতায় গরম পানির ফ্লাস্ক
ঘরেবাইরে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গরমে বাড়ে ঠান্ডা, সর্দি, কাশির প্রবণতা। তাই চা কিংবা গরম পানিই একমাত্র আস্থা। খুব বেশি চায়ে আবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে। তাই ঘুরে-ফিরে কাশি কিংবা গলার টনসিলের ব্যথাতে গরম পানিই শেষ ভরসা। এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা সময় নিয়ে। পানি গরম করে আনলেও তা ঠান্ডা হতে সময় নেয় চোখের কয়েকটি পলকে। শীতে জড়সড়ো হয়ে কিংবা কম্বল মুড়ি ছেড়ে বারবার উঠে পানি গরম করাটাও এ সময়ের বিরক্তির কারণ। তাই এ ক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান গরম পানির ফ্লাস্ক। দীর্ঘসময় গরম থাকে বিধায়, নিশ্চিন্তে একবার পানি গরম করে ফ্লাস্কে নিয়ে কাটিয়ে দেওয়া যায় কয়েক ঘণ্টা। তবে এ পানি গরম থাকাটা ফ্লাস্কের ওপর নির্ভর করে। কিছু কিছু ফ্লাস্কে পানি গরম থাকে দশ থেকে বারো ঘণ্টা। খুব বেশি ডিজাইন কিংবা আউটলুক বেশ আলাদা না হলেও লম্বাটে এসব ফ্লাস্কে ২৫০ মিলি. থেকে দুই লিটার পর্যন্ত পানি গরম থাকে লম্বা সময় পর্যন্ত। অন্যদিকে বাইরে বেশ কারুকাজ করা কিছু ফ্লাস্ক পাবেন, তাতে পানি দীর্ঘসময় পর্যন্ত গরম থাকে না। চা কিংবা কফি গরম রেখে পান করার জন্যেই মূলত এ ফ্লাস্কগুলো। থার্মোফ্লাস্কের মধ্যেও আছে স্টিলের কিংবা প্লাস্টিকের ফ্লাস্ক। কিছু কিছু ফ্লাস্ক ডিরেক্ট কারেন্টের লাইনের সঙ্গেও যুক্ত করে পানি আবার গরম করে নিতে পারবেন। এছাড়া আরও আছে আইসিই ফ্লাস্ক, পেঙ্গুইন ফ্লাস্ক, ভেকিউম ফ্লাস্ক, ওয়াটার ফ্লাস্ক, রয়েল ফ্লাস্ক। বাচ্চা থেকে শুরু করে বড়দের কথা মাথায় রেখে ফ্লাস্কের ধরন, হাতার গঠন কিংবা যাতে ক্যারি করতে সমস্যা না হয় তার ব্যবস্থা রাখা হয়। ফ্লাস্কের মাথাতেও আলাদাভাবে একটি কাপ সিস্টেম করা থাকে। তাই পানি পান করতে আলাদা করে আর কাপ খুঁজে নিতে হয় না। ফ্লাস্কের পানি মূলত গরম থাকে এর অভ্যন্তরীণ গঠন আর মুখের রাবারের ওপরে। তাই শীতের সময়ে ফ্লাস্ক কিনতে গেলে আগে-ভাগে এসব বিষয় চেক করে নিন। নিয়মিত ফ্লাস্ক পরিষ্কার রাখুন। পানি পালটে নিন একদিন পর পর। ভেতরে কাচ যাতে না ভাঙে সেই দিকে সতর্ক থাকুন। আর অবশ্যই পানি ঢালার ক্ষেত্রে শিশুদের বেলায় বড়দের সাহায্যে নেওয়ার বিষয়টি সুনিশ্চিত করুন।
কোথায় পাবেন : যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী, রাজউক, ইষ্টার্ন প্লাজাসহ আপনার আশপাশের যে কোনো শপিং মলে।
দাম : ফ্লাস্কের ক্যাটাগরি আর পানির পরিমাণ অনুযায়ী ৩৫০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।