Logo
Logo
×

ঘরে বাইরে

আয়োজন

Icon

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লা রিভে উইন্টার কালেকশন

লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ সম্প্রতি লঞ্চ করেছে তার নতুন উইন্টার কালেকশন। উইন্টারের নতুন কালেকশনটির নামকরণ করা হয়েছে ক্যাওস। মহাবিশ্বের শুরু থেকে প্রকৃতিতে ঋতুর পরিবর্তন, সবই শুরু ক্যাওস বা বিশৃঙ্খল একটি অবস্থা থেকে। ক্যাওস-এর সূত্র ধরেই আসে সৃষ্টি, শান্তি আর সম্প্রীতির পর্ব। এমনই একটি ইতিবাচক ভাবনাকে রং ও প্যাটার্নে ডিজাইন করা হয়েছে নতুন কালেকশনটি। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ক্যাওস থেকে সৃষ্ট ইতিবাচকতার সব এক্সপ্রেশন ফুটিয়ে তোলা হয়েছে লা রিভের নতুন এ কালেকশনে। যে কোনো অনুভূতি প্রকাশের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো রং, তাই এ কালেকশনে রঙকে প্রাধান্য দিয়েই প্রিন্টস্টোরিগুলো সাজানো হয়েছে। অনলাইন পোর্টাল www.lerevecraze.com

প্যারাসুট জাস্ট ফর বেবি

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নিয়ে এলো বেবি কেয়ার ব্র্যান্ড প্যারাসুট জাস্ট ফর বেবি। ম্যাংগো ও অরেঞ্জ ফ্লেভারের এ দুটি বেবি জেল টুথপেস্ট পাওয়া যাচ্ছে যার মধ্যে ম্যাংগো ভ্যারিয়েন্টের টুথপেস্টটি বাংলাদেশের প্রথম ম্যাংগো জেল টুথপেস্ট। জিরো-সুগার ও জিরো-ফ্লোরাইড সমৃদ্ধ এ টুথপেস্টটি শতভাগ নিরাপদ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। নতুন এ বেবি জেল টুথপেস্টটির আরেকটি অভিনব দিক হচ্ছে এটি ফ্লোরাইডমুক্ত হওয়ার কারণে শিশুরা খেয়ে ফেললেও থাকবে নিরাপদ। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনেজার এরিক বলেন, ‘শিশুদের জন্য শতভাগ নিরাপদ উপাদান দিয়ে পণ্য তৈরিতে আমরা সব সময়ই উৎসাহ পেয়ে এসেছি। আশা করি, আমাদের অন্যান্য পণ্যের মতো শিশুর যত্নে এটিও ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে।’

শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট ‘দ্য কেইজ’

বাংলাদেশের তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিভা তুলে ধরতে ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। এ প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি জাতীয় মঞ্চ পাবে, যেখানে তাদের স্কিল, প্যাশন ও ট্যালেন্ট প্রদর্শনের সুযোগ থাকবে। আয়োজকরা বলছেন এটি কেবল একটি প্রতিযোগিতাই নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে এবং যেখানে শিল্পীরা তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে। দেশব্যাপী অনলাইন অডিশনের মাধ্যমে দ্য কেইজ-এর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শীর্ষ ১০০ জন প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবে। পরে নকঅফ রাউন্ডের মাধ্যমে সেরা ৪০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবে। সম্প্রতি সংবাদ সম্মেলনে ইভেন্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। দ্য কেইজ-এর তত্ত্বাবধায়নে আছেন ফোয়াদ নাসের বাবু; মানাম আহমেদ এবং শেখ মনিরুল ইসলাম টিপুর মতো অভিজ্ঞ শিল্পীরা।

ঢাকা রিজেন্সিতে বার-বি-কিউ ফিয়েস্তা

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’ আয়োজন করেছে ‘বার বি কিউ ফিয়েস্তা। বার-বি-কিউ ফিয়েস্তা & quot; চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। ম্যারিনেট করা মাংস থেকে শুরু করে গ্রিল্ড শাকসবজি; প্রতিটি প্লেটের জন্যই কিছু না কিছু থাকবে। ইভেন্টে একটি বৈচিত্র্যময় মেনু থাকবে, যাতে মাংসপ্রেমীরা এবং নিরামিষাশীরা উভয়েই তাদের ফুড উপভোগ করতে পারবেন; সঙ্গে তাজা, সুস্বাদু মাংস এবং সামুদ্রিক খাবার সাইড ডিশ হিসাবে তো থাকছেই। যোগাযোগ ০১৭১৩৩৩২৬৬১

হেমন্তে কে-ক্র্যাফট

ভিন্নধর্মী চমৎকার সব স্টাইলিশ এবং স্বস্তিদায়ক পোশাকই হতে পারে আপনার এ সময়ের সঙ্গী। মেয়েদের জন্য সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, টিউনিক, কাফটান আর ছেলেদের জন্য পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফুল স্লিভের শার্ট থাকছে। এছাড়া ছেলে এবং মেয়ে শিশুদের জন্যও থাকবে নানা আয়োজনের পোশাক। অনলাইন শপ kaykraft.com

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম