আবায়া পোশাকের জন্য সুপরিচিত ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউনের দ্বিতীয় শোরুম চালু হলো রাজধানীর খিলগাঁওয়ে। গত শুক্রবার বিকালে খিলগাঁওয়ের শহিদ বাকী রোডে ক্রেতা এবং শুভাকাঙ্ক্ষীদের সরব উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির নতুন এ শাখা। এতদিন আবায়া অ্যান্ড গাউন শুধু নারীদের পোশাক নিয়ে কাজ করলেও নতুন এ অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি যুক্ত করেছে পুরুষদের পোশাকও। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী প্রধান মারুফা জাহান বলেন, খিলগাঁও ও আশপাশে ক্রেতাদের সুবিধার্থে একটি প্রাইম লোকেশনে ‘আবায়া অ্যান্ড গাউন’-এর নতুন শোরুমটি চালু করা হয়েছে। আবায়া, হিজাব, বোরখা, গাউন, কেপ ও এ ধরনের পোশাক যারা পরতে পছন্দ করেন তাদের জন্য যে বিশেষ আকর্ষণ রয়েছে তা হলো, আমরা নিজেদের ডিজাইন এবং নিজেদের তৈরি পোশাকের পাশাপাশি দুবাই ও চীন থেকেও পোশাক আমদানি করি। খিলগাঁও শোরুমের নতুন চমক হলো, এখানে পাঞ্জাবি ও টি-শার্টের কালেকশন আছে। হিজাব বা পর্দা করার জন্য বিশেষ পোশাকগুলোর ক্ষেত্রে আমাদের একটি গতানুগতিক ধারণা প্রচলিত থাকলেও এটাকে যে ফ্যাশনেবল করে উপস্থাপন করা যায়, তেমন ধারণা নিয়েই পান্থপথে একটি শোরুম নিয়ে যাত্রা শুরু করে আবায়া অ্যান্ড গাউন। ফ্যাশন হাউজটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো-এখানে প্রতিদিনই নতুন পণ্য উন্মোচিত হয়। সংস্কৃতি, সময় এবং স্থান এসব কিছুর সঙ্গেই প্রাসঙ্গিকভাবে ভারসাম্য বজায় রেখে ডিজাইন ও সৃষ্টিশীলতাকে সফলভাবে প্রয়োগ করে এগিয়ে গিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সংযোজন এ ধারাবাহিকতারই একটি অংশ।