
গরমে স্বস্তি চাই সবার আগে। বৃষ্টির দেখা মিললেও তাতে মিলছে না গরম থেকে মুক্তি। অন্যদিকে গরমের সঙ্গে যুক্ত হয় ঘাম আর অস্বস্তি। তাই ঢিলেঢালা পোশাক গরমে একমাত্র ভরসা। তবে সেখানেও আছে নানা ধরনের ডিজাইন আর কারুকাজে ভিন্নতা।
কাজের জায়গা কিংবা ঘরোয়া বা বাইরের ভিন্ন ভিন্ন আয়োজনে পোশাকের মধ্যেও আসে পরিবর্তন। তাই চাইলেও সব সময় গরম উপযোগী কাপড়ের ডিজাইন বেছে নেওয়া সম্ভব হয় না; কিন্তু কাপড়ের রঙের ক্ষেত্রে আপনার হাতে থাকে অনেক নির্বাচন করার জায়গা। যেখান থেকে একটি রং বেছে নিতে পারেন, যাতে গরমেও আরাম পাবেন; এর সঙ্গে আপনাকেও রাখবে শুভ্রতার আমেজে।
গরমের এ সময়ের জন্য উপযুক্ত রং সাদা। সাদা এমন একটি রং, যা আপনাকে গরম থেকে অনেকখানি স্বস্তি দেবে। এ ছাড়া এ রংটির সঙ্গে আপনি যে কোনো রঙের আলাদা আলাদ কম্বিনেশন করেও অনুষ্ঠানভেদে পোশাকে পরিবর্তন আনতে পারেন। এ ক্ষেত্রে সাদার মধ্যেও আছে ভিন্ন ভিন্ন শেড। যেখান থেকে আপনি এ গরমে পছন্দমতো সাদা রঙের ধরন বেছে নিতে পারেন। পোশাকের ধরন যাই হোক, সাদা আপনাকে দেখায় শুভ্রতার আমেজে।
এ ছাড়া চোখের জন্যও সাদা রং সবচেয়ে উপযুক্ত রংগুলোর মধ্যে অন্যতম। গরমের এ সময়ে অন্য যে কোনো রং আপনাকে যতটা গরম অনুভব করাবে, ঠিক ততটাই আরাম মিলবে এ সাদা রঙে। সালোয়ার-কামিজের ক্ষেত্রে যারা বিশ্ববিদ্যালয়ে এ সময় সাদা রংটি বেছে নিতে চাচ্ছেন, তারা সাদার সঙ্গে অন্য রং কিংবা আলাদা রঙের একটি উড়না যুক্ত করে নিতে পারেন। এ ছাড়া গরমে সুতি কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। সাদা কাপড়েও রঙের ব্যবহার বাড়ছে গরমকে কেন্দ্র করে।
শিফন, কটন, কোটা কিংবা সিল্ক, জর্জেটের মধ্যেও সাদা রং তার আলাদা সৌন্দর্য ফুটিয়ে তোলে। পোশাকের ধরনে ভিন্নতা আনতে লেস কিংবা হালকা স্টোনের ব্যবহার করতে পারেন। এতে পোশাকের ডিজাইন অল্প থাকলেও বাড়বে ভিন্নতা। ফতুয়া, টপস, শর্ট হাতার সালোয়ার-কামিজেও তাই সাদার মধ্যে ভিন্ন ভিন্ন রঙের কারুকাজ চোখে পড়ছে। শাড়িতেও সাদার আধিপত্য আগের তুলনায় দিনকে দিন বাড়ছে।
এ ক্ষেত্রে অন্যান্য হালকা রং যেমন-গোলাপি, মেজেন্ডা, নীল রঙের সঙ্গেও সাদার একটি হালকা কম্বিনেশন হলেও গরমকে মাথায় রেখে কারুকাজগুলো সাজানো হচ্ছে। মেয়েদের পাশাপাশি ছেলেদের পোশাক যেমন-শার্ট, টি-শার্ট, ফতুয়া, বিশেষ করে পাঞ্জাবিতে সাদা রং সবচেয়ে বেশি জনপ্রিয়।
হালকা হাতের কাজ থাকলেও রাখা হচ্ছে সাদার অবস্থান এগিয়ে। এতে করে আপনাকে আরও বেশি স্নিগ্ধ করবে এ ভ্যাপসা গরমেও। এছাড়া শুভ্র এ রংটি যে কোনো অনুষ্ঠানে আপনাকে পরিপাটি আর পূর্ণতা দিতে যথেষ্ট। তাই গরমের কালেকশনের তালিকায় রঙের ক্ষেত্রে সাদার অবস্থান রাখুন সবার ওপরে।