রংপুরের পীরগাছা বাজারের ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৪) বৃহস্পতিবার দুপুরে নিজবাড়ি পশ্চিমদেবু গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ সকাল ১০টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড শোক প্রকাশ করেছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।