সাপ্তাহিক পিরোজপুর বাণীর নির্বাহী সম্পাদক মো. শফিকুল আজম (৫৮) আর নেই। বুধবার রাতে জেলা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও বাদ জোহর পুরাতন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পৌর কবরস্থানে দাফন করা হয়। পিরোজপুর প্রতিনিধি।