সিরাজগঞ্জের শাহজাদপুরের কবি ও সাংস্কৃতিক বক্তিত্ব, কৃষ্ণকলি আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দীলিপ কুমার সূত্রধর (৫৮) পরলোকগমন করেছেন। শনিবার সকালে শাহজাদপুর পৌর এলাকার চালাপাড়ার বাসভবনে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। দীলিপ কুমার সূত্রধর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তিনি প্রয়াত কালিপদ সূত্রধরের ছেলে। শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।