বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ-সদস্য বেগম রোজী কবির (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বুধবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে তার মরদেহ চট্টগ্রামে আনার পর বাদ আসর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম ব্যুরো