
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১১:৪০ এএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রাজশাহী ও ভোলায় দুই শিক্ষক, লক্ষ্মীপুরে বিএনপি কর্মী, শরীয়তপুরে শিক্ষার্থী, ঝালকাঠিতে মাদ্রাসা সুপার, সিলেটে যুবক এবং মৌলভীবাজারে মোটরসাইকেল আরোহী রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগমারা (রাজশাহী) : বাগমারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে হাটমাধনগর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মান্নান নিহত হয়েছেন। তার বাড়ি গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া গ্রামে। রোববার সকালে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
ভোলা : ইজিবাইক চাপায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোস্তফা নিহত হয়েছেন। তিনি ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শনিবার ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা সড়কে দুর্ঘটনার কবলে পড়েন।
কুলাউড়া (মৌলভীবাজার) : ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক আবুল কালাম নিহত হয়েছেন। রোববার সকালে ক্লুাউড়া শহরের দক্ষিণবাজার এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তিনি পৌর এলাকার জয়পাশা গ্রামের বাসিন্দা এবং আব্দুল কাদিরের ছেলে। পেশায় মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
কমলনগর (লক্ষ্মীপুর) : কমলনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি কর্মী দুলালের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুলাল উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার চরশামসুদ্দিন গ্রামের ছিদ্দিকুল ইসলামের ছেলে।
গোসাইরহাট (শরীয়তপুর) : গোসাইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী মুবিন ইসলামের মৃত্যু হয়েছে। সে সরকারি শামসুর রহমান কলেজের শিক্ষার্থী। শনিবার মধ্যরাতে উপজেলার চৌরাস্তার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সে দুর্ঘটনার কবলে পড়ে। মুবিন উপজেলার বাসুদেপচপ গ্রামের রসিদ কাজির ছেলে।
নলছিটি (ঝালকাঠি) : নলছিটিতে অটো-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ভরতকাঠি এলাকায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। গোলাম মোস্তফা বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদারের ছেলে।
গোয়াইনঘাট (সিলেট) : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে যুবক সাদ্দাম আহমদ নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার লাখেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা।