
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৪ এএম

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই রোববার শুরু হয়েছে। সকালে স্থানীয় রাজার মাঠে বেলুন উড়িয়ে ছয় দিনব্যাপী সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। উদ্ধোধনের পর সাংগ্রাই উৎসবকে ঘিরে আয়োজিত বর্ণাঢ্য সাংগ্রাই শোভাযাত্রার বের করা হয়।
শোভাযাত্রায় মারমা, ম্রো, খুমি, খেয়াং, চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, বম, লুসাইসহ ১১টি ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর তরুণ-তরুণী, শিশু-কিশোর ও বিভিন্ন বয়সের নারী-পুরুষেরা নিজস্ব জাতিসত্ত্বার পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
এদিকে এবার সাংগ্রাই উৎসবে দ্বিতীয় দিন সোমবার (আজ) বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন মঙ্গলবার হবে স্থানীয় রাজার মাঠে ঐতিহ্যবাহী বলী খেলা, তৈলাক্ত বাঁশ আরোহন ও লোকজ ক্রীড়া। চতুর্থ দিন বুধবার হবে সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলখেলী উৎসব। পঞ্চম দিন বৃহস্পতি ও শুক্রবারও অনুষ্ঠিত হবে জলখেলী উৎসব।
খাগড়াছড়িতে মাহা সাংগ্রাইয়ে মঙ্গল শোভাযাত্রা : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, পুরাতন বছরকে বিদায় নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের নববর্ষবরণ উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। রোববার সকালে মারমা ঐক্য পরিষদের উদ্যোগে সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রা আপার পেরাছড়ায় শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
তিন দিনের বৈসাবি উৎসব শেষ হচ্ছে আজ : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় পাহাড়িদের ঘরে ঘরে পালিত হচ্ছে তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসবটি। ত্রিপুরা সম্প্রদায় বৈসুক, মারমারা সাংগ্রাই আর চাকমারা পালন করছে বিজু উৎসব, যার আদ্যাক্ষর নিয়ে সংক্ষেপে ‘বৈসাবি’ও বলা হয়। তবে এর প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক ও সামাজিক নেতারা বলেছেন, বৈসাবি নামে পাহাড়ে কোনো উৎসব পালিত হয় না। বরং বৈসাবি বলে উৎসবটিকে অবমাননা করা হচ্ছে। এ দাবির পরিপ্রেক্ষিতে এবার থেকে যার যার ভাষায় উৎসবটির শুদ্ধতার এক পরিপত্র জারি করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।