
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

ময়মনসিংহ ব্যুরো ও ফুলবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও দক্ষিণপাড়ায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার সালিশে আসা কয়েকশ মানুষ ঘর থেকে বের করে নাওগাঁও গ্রামের আব্দুর গফুর ও তার ছেলে মেহেদী হাসানকে কুপিয়ে হত্যা করে। এরপর পাশের রাঙ্গামাটিয়া গ্রামে গিয়ে হারুন নামের এক ব্যক্তির বাড়ি, দোকানপাট ও একটি মাজার ভাঙচুর করে তারা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার আতঙ্কে গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম।
এলাকাবাসী জানায়, গফুর ও তার ছেলে মেহেদীর বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও চুরি-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ নিয়ে কয়েকদিন ধরে গ্রামে সালিশ হওয়ার কথা ছিল। রোববার গ্রামের শত শত মানুষ সালিশে বসে। সালিশে অভিযুক্ত বাবা-ছেলে উপস্থিত না হয়ে বাড়িতে অবস্থান করে। এতে সালিশে আসা লোকজন ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের ওপর হামলা চালায়। বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
নিহত গফুরের স্ত্রী শিল্পি আক্তার বলেন, স্থানীয় হাবিবুর রহমানসহ শত শত মানুষ সালিশের নামে আমার স্বামী ও ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।