
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম
বাসে পিকআপের ধাক্কা মা নিহত ছেলে আহত
সিরাজগঞ্জে ট্রাক-অটো সংঘর্ষে ঝরল শিশুসহ তিন প্রাণ * সাত স্থানে সড়কে কিশোর ও যুবকসহ নিহত আরও ৮

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গোপালগঞ্জে থেমে থাকা যাত্রীবাহী বাসে পিকআপের ধাক্কায় এক মা প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন ছেলে। রোববার সকালে সদর উপজেলা চর পাথালিয়া পিঠা গার্ডেনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জে ট্রাক-অটো সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া সাত স্থানে দুর্ঘটনায় আরও আটজনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে গাজীপুর ও রংপুরে বৃদ্ধা-বৃদ্ধ, টাঙ্গাইলে কিশোর, কিশোরগঞ্জ ও পটুয়াখালীতে দুই যুবকসহ তিনজন, পাবনায় চালক এবং বগুড়ায় নারী রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে নারী ও শিশুসহ ২৫ যাত্রী আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ : নিহত পিকআপযাত্রী রেহানা বেগম বাগেরহাটের মোড়েলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। মা রেহানা ও ছেলে রহমাত উল্লাহ ঢাকা থেকে পিকআপে বাগেরহাটে যাচ্ছিলেন। পথে ওই স্থানে থেমে থাকা বাসে ধাক্কা দেয় পিকআপ। এতে মা-ছেলে দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : রায়গঞ্জে ট্রাক-অটো সংঘর্ষে নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার দীঘলবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের শিশু ছেলে মেরাজুল ইসলাম, উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে বৃদ্ধ সুশান্ত কুমার দাস ও উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বৃদ্ধ মোতালেব হোসেন। শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লীবিদুৎ সাবস্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
টঙ্গী পূর্ব ও শিল্পাঞ্চল (গাজীপুর) : গাড়ির ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ অরুণ কুমার মল্লিক নিহত হয়েছেন। অরুণ টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ কুমার মল্লিকের ছেলে। রোববার সকালে টঙ্গীর এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি রাস্তা পারের সময় দুর্ঘটনার কবলে পড়েন।
কাউনিয়া (রংপুর) : কাউনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটো উলটে বৃদ্ধা রাহেলা বেগম প্রাণ হারিয়েছেন। রোববার উপজেলার আরকে রোডে মীরবাগ বিজলের ঘুন্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাহেলা রংপুর সদর থানার বাসার মোহাম্মদ সড়কের বাসিন্দা আছমত উল্ল্যার মেয়ে।
সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় টিকটকার কিশোর বাবুল আহমেদের মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা-সখীপুর সড়কের দেওদীঘি বাজারে এ দুর্ঘটনা ঘটে। বাবুল জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকার মন্তাজ শেখের ছেলে। সখীপুরে সে অপর টিকটকার বন্ধু রবিউলের বাড়ি বেড়াতে এসেছিল।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদীতে বাস-পিকআপ সংঘর্ষে হেলপার প্রান্ত চন্দ্র বর্মণ এবং অটোচাপায় শিশু মুরসালিন হোসেনের মৃত্যু হয়েছে। রোববার কটিয়াদী-মঠখোলা সড়কের মান্দার কান্দি ও শনিবার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া পশ্চিম চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। প্রান্ত নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে ও মুরসালিন কটিয়াদী উপজেলার বাঘবেড় গ্রামের মল্লিক হোসেনের ছেলে।
বাউফল (পটুয়াখালী) : বাউফলে ট্রলির ধাক্কায় যুবক নিজাম রাঢ়ি মারা গেছেন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিজাম কাছিপাড়া গ্রামের নাজেম রাঢ়ির ছেলে।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে অটোভ্যান উলটে চালক হোসেন আলীর মৃত্যু হয়েছে। রোববার পৌর শহরের জারদিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হোসেন উপজেলার ছোট শালিকা মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।
বগুড়া : শাজাহানপুরে রাস্তা পারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ঢালি খাতুনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার জামালপুর নয়মাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢালি শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকায় আলিমুদ্দিনের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া : কসবা উপজেলার তিনলাখ পির এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।