
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও সিংগাইর প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন-সিংগাইর পৌরসভার ৭নং ওয়ার্ডের গোবিন্দল গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন ও একই গ্রামের একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম। তারা দুজনেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর অনুসারী। রোববার সকালে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতারের পর শনিবার রাত ৯টার দিকে জীবন ও শফিকুল ইসলামসহ কয়েকজন থানায় এসে ওই আসামিকে ছাড়াতে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেন।
এ সময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের দুই যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। মদ্যপ অবস্থায় থাকার কারণে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে যুবদলের ওই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার দায়ে আটক দুই যুবদল নেতার বিরুদ্ধ মামলার পর মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।