
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম
বৈদ্যুতিক খুঁটিতে বাইকের ধাক্কায় সেনাসদস্য নিহত
পটুয়াখালীতে বাস চাপায় আনসার কমান্ডারের মৃত্যু * আট স্থানে সড়কে ঝরল নারী, শিশু ও যুবকসহ আরও ১৪ প্রাণ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সেনাসদস্য আল মামুন নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আট স্থানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে গাজীপুরে দুই মোটরসাইকেল আরোহী, পটুয়াখালীতে আনসার কমান্ডারসহ দুজন, ময়মনসিংহে যুবকসহ তিনজন, রাজশাহীতে নারী অটোযাত্রীসহ দুজন, মেহেরপুরে মাছচাষি, চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন, শেরপুরে শিশু এবং জামালপুরে বৃদ্ধ রয়েছেন। এদিকে ঢাকার সাভারে তেঁতুলঝোড়া এলাকায় বাস উলটে ৪০ জন আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর : গাজীপুরে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চন্ডিপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু ও একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ওবাইদুল হক। শনিবার রাতে মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আরোহীরা মোটরসাইকেলে চিটাগাং রোডে ভোগড়া বাইপাস হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।
ডামুড্যা (শরীয়তপুর) : যুবক আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তিনি। শনিবার দুপুরে মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
পটুয়াখালী, গলাচিপা ও দক্ষিণ : বাস চাপায় আনসার কমান্ডার বৃদ্ধ জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে। তিনি শনিবার পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর কালভার্টের কাছে দুর্ঘটনার কবলে পড়েন। কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড এ মোতায়েন করা ৬০ আনসার সদস্যের কমান্ডার ছিলেন তিনি। ছুটি নিয়ে রেশনের মালামালসহ নিজ বাড়ি ভোলার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। ওই স্থানে পৌঁছালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। জাহাঙ্গীর আলমের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামে। এছাড়া গলাচিপা উপজেলার মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সুলতান খা নিহত হয়েছেন। শনিবার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। সুলতান স্থানীয় ১নং ওয়ার্ড চর হরিদেবপুর গ্রামের বাসিন্দা।
গৌরীপুর, ভালুকা ও গফরগাঁও (ময়মনসিংহ) : মোটরসাইকেল চাপায় শিশু সাফওয়ান আহমেদের মৃত্যু হয়েছে। সে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চৈয়ারকান্দা গ্রামের উজ্জল মিয়ার ছেলে। গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর ইটভাটা এলাকায় শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। এদিকে ভালুকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক রুবেল মিয়া নিহত হয়েছেন। শনিবার সকালে ভালুকা-গফরগাঁও আঞ্চলিক সড়কের উপজেলার বিরুনিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রুবেল সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। এছাড়া গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ সাত্তার মাঝি নিহত হয়েছেন। তিনি উপজেলার গফরগাঁও ইউনিয়নের পাঁচপাইর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। শুক্রবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পাঁচপাইর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
রাজশাহী ও বাঘা : বাস-অটো সংঘর্ষে অটোযাত্রী শারমিন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চারজন। শনিবার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে বাঘায় বাসের ধাক্কায় বৃদ্ধ মাজদার রহমানের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের সাজির বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মাজদার রহমান মনিগ্রাম ইউনিয়ানের হাবাসপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাই উপজেলায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী সাদিয়া আফরিন যুথী ও অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফ্রিজ মেকানিক সুকান্ত নাথের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নিজামপুর এলাকায় যুথী দুর্ঘটনার কবলে পড়েন। তিনি পার্শ্ববতী ১২নং খৈয়াছরা ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের বাসিন্দা। আর মিঠাছরা মুচিপুল এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন সুকান্ত। সুকান্ত কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের শিবু নাথের ছেলে।
মেহেরপুর : গাংনীতে গাড়ি উলটে মৎস্যচাষি জুয়েল রানা নিহত হয়েছেন। জুয়েল জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। শনিবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর : নকলায় অটো চাপায় শিশু আমেনা খাতুন প্রাণ হারিয়েছে। শনিবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামের আজমল হকের মেয়ে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : দেওয়ানগঞ্জ বাইকের ধাক্কায় বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ বাজার সড়কে দুর্ঘটনাটি ঘটে। আবু বক্কর বকশীগঞ্জ উপজেলার কামালের বাত্তি গ্রামের বাসিন্দা।