
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০২:১৭ এএম

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড় এলাকায় এক কেজির বেশি স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য ও বিদেশি সিগারেটসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। শুক্রবার রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে চোরাচালান চক্রের ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করে পুলিশ। শনিবার গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন-যুবক তৌফিকুর রহমান সোহাগ, আকিদুল আলম শান্ত, হাসান মুরাদ, নাইমুল হক এবং মনির আহমেদ। পুলিশ জানায়, চেকপোস্ট পরিচালনাকালে একটি গাড়ি থামানো হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের ওই জিনিসগুলো উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হলে তাদের দেওয়া তথ্যানুযায়ী ১৫নং ঘাট এলাকা থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়। পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযানে প্রায় এক কোটি ৬০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।