
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:১৯ এএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-মোটরবাইক সংঘর্ষে মেয়ে জেরিন খান নিহত ও গুরুতর আহত হয়েছেন বাবা আব্দুল বাছেদ। শুক্রবার কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্পসংলগ্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আট স্থানে দুর্ঘটনায় আরও ১১ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন, কুষ্টিয়া ও সুনামগঞ্জে দুই শিশু, যশোরে সবজি বিক্রেতা, ময়মনসিংহে বৃদ্ধসহ দুজন এবং টাঙ্গাইলে আনসার সদস্য, বগুড়ায় অটোযাত্রী ও পটুয়াখালীতে বৃদ্ধা রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : মানিকনগরে অটোর ধাক্কায় গৃহবধূ সুমি আক্তার নিহত হয়েছেন। বৃহস্পতিবার মুগদার মানিকনগর ওয়াসা রোডে এ দুর্ঘটনা ঘটে। সুমী বিভিন্ন বাসায় গিয়ে টিউশন করাতেন। রাতে টিউশন শেষে মানিকনগর এলাকায় বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এদিকে মিরপুরে কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারটিও ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ফ্লাইওভারে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
কালিয়াকৈর (গাজীপুর) : আব্দুল বাছেদ টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাজিপুর গ্রামের বাসিন্দা। তারা বাবা-মেয়ে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলেই জেরিন নিহত হন আর আহত বাছেদকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন। কুমারখালী (কুষ্টিয়া) : কুমারখালীতে নসিমনচাপায় শিশু নাঈমের প্রাণ গেছে। শুক্রবার পৌরসভার ৯নং ওয়ার্ডের আমতলায় এ দুর্ঘটনা ঘটে। সে চাপড়া ইউনিয়নের নগরসাঁওতা গ্রামের নাজমুল হোসেনের সন্তান।
ধর্মপাশা (সুনামগঞ্জ) : ধর্মপাশা উপজেলায় অটোর ধাক্কায় শিশু তাওহীদ মিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার সেলবরষ উত্তরবীর নূরুল উলুম মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের কৃষক ফজর আলীর ছেলে তাওহীদ।
যশোর : সদর উপজেলায় ভ্যানগাড়ি উলটে সবজি বিক্রেতা জাকির হোসেন প্রাণ হারিয়েছেন। শুক্রবার যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি ঋষিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জাকির উপজেলার বাগডাঙ্গা গ্রামের খবির উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ ও ভালুকা : বাস-অটো-ট্রাক সংঘর্ষে নারী অটোযাত্রী নিহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার নগরীর চুরখাই চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ভালুকায় মোটরসাইকেলচাপায় বৃদ্ধ মোফাজ্জল হোসেন খান নিহত হয়েছেন। শুক্রবার ভালুকার ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার বান্দিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দেলদুয়ার (টাঙ্গাইল) : দেলদুয়ারে ট্রাকচাপায় আনসার সদস্য শফিউল্লাহ নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শফিউল্লাহ মৌলভীপাড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা জেলায় কর্মরত ছিলেন।
বগুড়া : নন্দীগ্রামে ছেলেকে চিকিৎসা করাতে এসে মোটরসাইকেলের ধাক্কায় অটোযাত্রী মা রিফা আকতারের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কৈগাড়ি মোড়ে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রিফা শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের প্রবাসী বুলবুল হোসেনের স্ত্রী।
দুমকি দ (পটুয়াখালী): দুমকিতে মাইক্রোবাস চাপায় বৃদ্ধা আছিয়া নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণাসংলগ্ন পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হারুনের স্ত্রী।