
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১৮ এএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। শার্শায় প্রাণ গেছে মোটরসাইকেল চালকসহ দুজনের। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃষকদল নেতাসহ নয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আর ১১ জন। তাদের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশাচালক ও এক যাত্রী, চুয়াডাঙ্গা, ফরিদপুরের ভাঙ্গা, ময়মনসিংহের ফুলপুর এবং বরগুনার আমতলীতে চার মোটরসাইকেল আরোহী, বরিশালের আগৈলঝাড়ায় নছিমনযাত্রী, ঢাকার ধামরাইয়ে বাসযাত্রী, ময়মনসিংহের তারাকান্দায় অটোরিকশাচালক রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
যশোর ও বেনাপোল : পুলেরহাট চৌরাস্তা এলাকায় বাসচাপায় নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন স্ত্রী জেসমিন, আরেক মেয়ে তায়েবা (৪) ও পথচারী ওসমান আলী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। শার্শা মিনি স্টেডিয়ামের সামনে বুধবার রাতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহত রাসেল হোসেন উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ হোসেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : বাঞ্ছারামপুরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশা চাপায় বাঞ্ছারামপুর পৌর কৃষকদলের আহ্বায়ক মোশারফ হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের দড়িভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোশারফের বাড়ি পৌর এলাকার নতুনহাটি গ্রামে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামে ট্যাংকলরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হন। নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশাচালক শরিফুল ইসলাম ও ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মোমিন।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর মাহির তাজওয়ার তাজ (১৪) নিহত হয়েছে। সে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়ার ইউসুফ আলী মাস্টারের ছেলে ও মুন্সিগঞ্জ একাডেমি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। বুধবার বিকালে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মাতুব্বর নামে এক তরুণ নিহত হয়েছে। তিনি সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়ার মোস্তাক মাতুব্বরের ছেলে। বুধবার বিকালে আব্দুল্লাবাদ-তারাইল সড়কের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফুলপুর (ময়মনসিংহ) : ফুলপুরের বালিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নয়ন মিয়া নিহত হয়েছেন। তিনি উপজেলার কইচাপুরের রবি মিয়ার ছেলে। শালজান বালিয়া স্কুলের কাছে বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া তারাকান্দায় গাড়ির ধাক্কায় অটোরিকশাচালক লাল চাঁন নিহত হয়েছেন। তিনি গৌরীপুর উপজেলার ডেউয়াখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামের রজব আলীর ছেলে। ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের মধুপুর বটতলা এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশারযাত্রী সাধন বড়ুয়া নিহত হয়েছেন। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর বড়ুয়া পাড়ার সুকেন্দু বড়ুয়ার ছেলে। এ ঘটনায় আরও পাঁচযাত্রী আহত হয়। উপজেলার হরিহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় নছিমন উল্টে প্রবাসী অসীম খানের ছেলে তামিম খান নিহত ও চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আমতলী (বরগুনা) : কুয়াকাটা বেড়াতে এসে বিকাশ কোম্পানির এসআর জাবেদ পাঠান বাড়ি ফিরলেন লাশ হয়ে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে কুয়াকাটা-আমতলী সড়কের ছুরিকাটা এলাকায়। সেখানে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়ে তিনি নিহত হন।
ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়ায় বৃহস্পতিবার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হতাহতের পরিচয় জানা যায়নি।