
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১৮ এএম

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকা ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার বগি আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে ট্রেনের মাঝামাঝি থাকা পাওয়ার কার বগির জেনারেটর ও অন্যান্য যন্ত্রাংশ পুড়ে যায়। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বেলা ১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এর আগে বেলা ১১টা থেকে ২ ঘণ্টা ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতখামাইর স্টেশনটি বন্ধ থাকায় তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা ছিল না। বিষয়টি ঢাকায় জানানো হয়।
মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, সাতখামাইর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন লাগে। ট্রেন থামিয়ে সব যাত্রীকে নামতে সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বগির জেনারেটর ও অন্য যন্ত্রাংশ পুড়ে যায়।
মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান বলেন, ট্রেনের ছাদে থাকা যাত্রীরা আগুন বলে চিৎকার করেন। তখন আমি ট্রেনটি থামিয়ে দিই। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।