
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১৮ এএম

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকতউল্লা বুলু বলেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে। তারা আগে হলে-মেসে থাকলেও এখন চড়েন ৬ কোটি টাকার গাড়িতে। গায়ে দেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পরেন ৪০ লাখ টাকার ঘড়ি। তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ। তিনি বৃহস্পতিবার নোয়াখালীর চৌমুহনীতে এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
বরকতউল্লা বুলু বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করে স্বাধীনতাকে অস্বীকার করা হবে। যারা ৪৭-এর পর ২৪-এর গণ-অভ্যুত্থানের কথা বলে স্বাধীনতাকে অস্বীকার করতে চায় তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে চায়।
তিনি বলেন, কিছু লোক দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান। তারা জানেন না ৭১-এ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পর সেনাবাহিনী পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু করে দেশ স্বাধীন করেছে। ৯০ সালে গণ-অভ্যুত্থানে সেনাবাহিনী প্রধান সেনাশাসক এরশাদকে সমর্থন না করে জনতার পক্ষে গিয়ে সেদিন এরশাদকে ক্ষমতাচ্যুত করেছিলেন। ২৪-এর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দেশপ্রেমিক সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে জনতার পক্ষে গিয়ে হাসিনাকে তার ‘বাপের বাড়ি’ ভারতে পাঠিয়ে দিয়ে জনতার বিজয়ে সহযোগিতা করেছিলেন। এখন কিছু সংখ্যক নয়া রাজনৈতিক নেতা সেনাবাহিনী সম্পর্কে সমালোচনা করে তাদের বিতর্কিত করছে। তা দেশের জন্য মঙ্গল হবে না।
তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তা না হলে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শামীমা বরকত লাকী।