
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম

যশোর ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
যশোরে ঈদের রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে। অলিদ সদর উপজেলার নওদাগ্রাম এলাকার হৃদয় হোসেনের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি থানায় ৫ জনের নামে মামলা করেছেন। চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার বিরামপুর ব্রিজের ওপর আপন, রাশেদুল ও শামীম আতশবাজি পোড়াচ্ছিল। এ সময় সেখান দিয়ে যাচ্ছিল অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তারা দাবি করে, আতশবাজি তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এ সময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারধর ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে আপনের বাবা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অলিদ গুরুতর আহত হন। স্থানীয়রা আপন, তার বাবা রিপন আলী, শামীম, অলিদ ও রাশেদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা প্রদানকালে মারা যান অলিদ। আহতদের মধ্যে রাশেদুলকে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এছাড়া আপন ও বাবা রিপন আলী এবং শামীম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।