
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামায়াতে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। নামাজ শেষে বহু বছর পর স্নায়ুযুদ্ধ ভুলে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নেতারা কোলাকুলিসহ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে আনন্দের ঝিলিক দেখা যায়। সোমবার সকাল ৮টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে এ দৃশ্য দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানানো হয়।
বরিশালে বিএনপির রাজনীতির একক নিয়ন্ত্রক ছিলেন বরিশাল-৫ আসনের সাবেক সংসদ-সদস্য, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। ২০২১ সালে সরোয়ার মহানগর বিএনপির সভাপতির পদ হারানোর পর থেকেই বর্তমান নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সঙ্গে দলের নিয়ন্ত্রণ নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয় বলে জানিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু নামাজ আদায়কে কেন্দ্র করে ঈদুল ফিতরের দিন মতানৈক্য ভুলে রাজনৈতিক শুভেচ্ছা বিনিময়ের ভিন্ন এক চিত্র দেখেছে বরিশালবাসী। ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনিও বিএনপি নেতাকর্মীসহ উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন প্রমুখ।