
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এখনো ঈদের ছুটি চলছে। রোববার সরকারি অফিস খুলবে। বেশিরভাগ বেসরকারি অফিস, স্কুল-কলেজও ওই সময় বা তার পরে খুলবে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপনে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের মধ্যে স্বল্পসংখ্যক ফিরতে শুরু করছেন। তবে যে পরিমাণ লোক এখন ঢাকায় ঢুকছেন তার চেয়েও বেশি ঢাকা ছেড়ে যাচ্ছেন। এজন্য ব্যস্ততম নগরী ঢাকায় এখনো সুনসান নীরবতা। সড়ক, ওপেন স্পেস ফাঁকা। বেশিরভাগ শপিংমল বন্ধ।
সরেজমিন দেখা গেছে, সড়ক, নৌ ও রেলপথে মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। আবার অনেকে ঢাকায় ফিরছেন। সর্বত্র ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। আজসহ এখনো ৩ দিনের ছুটি রয়েছে। এ কারণে যারা বাড়ি গেছেন, তারা স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন। আর যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা ছুটি থাকায় এখন যাচ্ছেন।
সরেজমিন আরও দেখা গেছে, বুধবার ভোরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী ট্রেন যাত্রা শুরু হয়। দুপুর আড়াইটা পর্যন্ত যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে ৮টি আন্তঃনগর ট্রেন। তবে ঈদের ছুটি শেষ না হওয়ায় ফিরতি ট্রেনে যাত্রীদের তেমন চাপ নেই। কোনো শিডিউল বিপর্যয়ও নেই। এতে ঢাকায় ফেরা যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন।
বুধবার পরিবারসহ পাবনা থেকে ঢাকায় ফিরেছেন সিরাজুল ইসলাম। তিনি জানান, এখনো ছুটি শেষ হয়নি। তবুও আগেই চলে এলাম। পরে ভিড় আরও বাড়তে পারে, সেজন্য ফিরতি যাত্রার টিকিট আগেই করে রেখেছিলাম। নিরিবিলি বাচ্চাদের নিয়ে আসতে পারলাম।
কল্যাণপুরে বাস কাউন্টারে কথা হয় পাবনার বাসিন্দা ওয়াসিম খানের সঙ্গে। তিনি জানান, একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। এবারের ঈদের আগে তার ছুটি ছিল না। এজন্য আগে বাড়ি যেতে পারেননি। অনেকে ঈদের ছুটি কাটিয়ে ফ্যাক্টরিতে যোগ দিয়েছেন। এই সুযোগে তিনি পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করতে বাড়ি ফিরছেন।