
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:২২ পিএম

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৪ থেকে ৩১ মার্চ সকাল পর্যন্ত যমুনা সেতু থেকে ১৯ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে। সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এবারের ঈদ যাত্রায় গত এক সপ্তাহে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে, যার মধ্যে উভয় পাশে দুটি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, ঈদযাত্রায় এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪টি লেন খুলে দেওয়ায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে ফিরেছেন।