
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, শহিদ আবু সাইদ, শহিদ মুগ্ধ, আনাচের রক্তের শপথ নিয়েছি, এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই। দিল্লিতে বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জোর দিয়ে বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও ফ্যাসিবাদী খুনিদের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি। শহিদদের প্রতি কমিটমেন্ট।
কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী এ আয়োজনে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।