
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০২:১৭ এএম
বাস-বাইক সংঘর্ষে তিন ভাই নিহত
লক্ষ্মীপুরে বাসচাপায় ঝরল মা-ছেলের প্রাণ * শিক্ষিকা ও শিক্ষার্থীসহ পাঁচ স্থানে নিহত আরও ৫

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বরগুনার পাথরঘাটা উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে বাসচাপায় প্রাণ হারিয়েছেন অটোযাত্রী মা-ছেলে। এছাড়া পাঁচ স্থানে দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বগুড়ায় শিক্ষিকা, নাটোরে কর্মচারী, গাইবান্ধায় যুবক, সুনামগঞ্জে শিশু এবং পাবনায় শিক্ষার্থী রয়েছেন। এদিকে দুই অটোর সংঘর্ষে লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ঈমাম হোসেন স্ত্রী ও ছেলেসহ গুরুতর আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বরগুনা, পাথরঘাটা ও মঠবাড়িয়া (পিরোজপুর): নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া ইউনিয়নের টিকিকাটা গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ, শান্ত ও নাদিম। পাথরঘাটা থেকে একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আর ঈদ উপহার দিতে মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলে স্বজনদের বাড়িতে যাচ্ছিলেন তিন ভাই। পথে মোটরসাইকেল-বাস সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনজনকে হারিয়ে পাগলপ্রায় তাদের পরিবারের সদস্যরা।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় অটোযাত্রী জুথী আক্তার ও তার দেড় বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছেন। এ সময় সিয়ামের বাবাসহ আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া : নন্দীগ্রামে ছেলেসহ স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন স্কুল শিক্ষিকা শামীমা আক্তার। পথে বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত তার স্বামী ও সন্তানকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শামীমা আক্তার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং বোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি পেং বোনারপাড়া গ্রামের বাসিন্দা বুড়ইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিমের স্ত্রী। তাদের ছেলে সানজিল স্থানীয় মা কেজি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
লালপুর (নাটোর) : লালপুরে প্রাইভেটকার-মোটরসাইকল সংঘর্ষে যুবক মাইদুল ইসলাম নিহত হয়েছেন। শুক্রবার বিকালে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর উপজেলার গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাইদুল উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
সাদুল্লাপুর (গাইবান্ধা) : সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে যুবক মুসা মিয়ার মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুসা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) : শান্তিগঞ্জে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় শিশু সুমাইয়া নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র লাতিব হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে একই উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের লুৎফর রহমানের ছেলে ও স্থানীয় একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
লালমোহন (ভোলা) : শনিবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের কুঞ্জেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অসুস্থ স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।