
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৪ এএম

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মানিকুজ্জামান মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করা হয়। মামলায় তার ভাই মুনজুরুজ্জামান মুনকেও আসামি করা হয়েছে।
নগরীর রাণীনগর সাধুর মোড় এলাকার তামান্না ইয়াসমিন মামলাটি করেন। অভিযোগ-রুয়েটে চাকরি দেওয়ার নামে ও ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে মানিক ও মুন আত্মসাৎ করেছেন। দিনের পর দিন ঘুরিয়েও তারা টাকা ফেরত দেননি।
মামলার এজাহারে বলা হয়, রুয়েটে চাকরি দেওয়ার আশ্বাসে মানিক ও মুনকে তামান্না ইয়াসমিন ২০২২ সালের ৯ মার্চ ৪ লাখ ও ১৬ মার্চ ১ লাখ টাকা দেন। এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা চাকরি দিতে পারেননি। টাকাও ফেরত দেননি। বাদী তামান্নার মা নওবাহার খাতুন ও তার স্বামী শাহীকে চাকরি দেওয়ার কথা ছিল।
উল্লেখ্য, এ অভিযোগ তুলে ধরে সম্প্রতি বাদী তামান্না সংবাদ সম্মেলন করেছিলেন। সেদিন মানিকুজ্জামান মানিক বলেছিলেন, চাকরি দেওয়ার কথা বলে নয়; টাকা তিনি ধার নিয়েছেন। পরিশোধ করে দেবেন। তবে মামলার বিষয়ে রুয়েট কর্মকর্তা মানিকুজ্জামান মানিকের সঙ্গে কথা বলতে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে। মুনজুরুজ্জামান মুন বলেন, চেকের বিপরীতে যে টাকা নেওয়া হয়েছে, সেটা ফেরত দেওয়া হবে। এর বাইরে কোনো লেনদেন নেই। আর আমার ভাই চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়নি। আমাদের এখন অভিযোগ-মামলা করে হয়রানি করা হচ্ছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, মামলাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।