
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০২:১৮ এএম

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রাজশাহীর বাঘায় বোমা তৈরি করতে গিয়ে সজিব হোসেন নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বেলা ৩টায় বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের এক আমবাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সজিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব, একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন আমবাগানে বসে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিবের বাম হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সজিব, রাকিব ও শাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে সজিবের বাবা জয়নাল হোসেন বলেন, ঈদ সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে নিয়ে পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের হাত বিছিন্ন হয়ে গেছে। তারা কোনো পরিকল্পনা করার জন্য এ ঘটনা করেনি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেন, ৫০০ বছরের মেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরি করতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আহত সজিব জোতরাঘব বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাকিব ও শাকিব স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।