
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:১৫ এএম
বোয়ালমারীতে ইজিবাইক চাপায় দাদি-নাতি নিহত
দিনাজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক সার্জেন্টের * চার স্থানে দুর্ঘটনায় ঝরল আরও পাঁচ প্রাণ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকচাপায় নিহত হয়েছেন দাদি-নাতি। বুধবার বিকালে উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মহম্মদপুর-বোয়ালমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া পাঁচ স্থানে দুর্ঘটনায় আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে দিনাজপুরে ট্রাফিক সার্জেন্ট, চট্টগ্রাম, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় তিন যুবক এবং কুষ্টিয়ায় নারীসহ দুজন রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর : নিহতরা হলেন উপজেলার হাটময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম এবং তার চার বছর বয়সি নাতি মহসিন। ইজিবাইকটি রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম, তার নাতি মহসিন ও বৃদ্ধা জুনু বেগমকে চাপায় দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পারভিন বেগম ও নাতি মহসিন মারা যায়।
দিনাজপুর : কাহারোল উপজেলায় এগারো মাইল এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ট্রাফিক সার্জেন্ট আব্দুল করিম নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল করিম দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। বিকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলে দিনাজপুর শহরে ফিরছিলেন তিনি।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক বিপুল হোসেন নিহত হয়েছেন। বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে। বিপুল চুয়াডাঙ্গা সদর উপজেলার বুড়োপাড়া গ্রামের আয়তাল হোসেনের ছেলে। দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাতে বিপুল, তার ভাই বিপ্লব ও একই এলাকার ওয়াসিম মোটরসাইকেলে ঈদের কেনাকাটা করতে চুয়াডাঙ্গায় আসছিলেন। চুয়াডাঙ্গা শহরতলির মুন্না মোড়ে পৌঁছালে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) : দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-সাইকেল আরোহী বৃদ্ধ আসমত আলী ও বৃদ্ধ নার্গিস বেগম। বৃহস্পতিবার সকালে প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কের প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রলির ধাক্কায় আসমত আলী এবং সকালে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল নিতে গিয়ে বাসের ধাক্কায় নার্গিস বেগম প্রাণ হারান। আসমত আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মন্ডলের ছেলে এবং নার্গিস মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী।
আনোয়ারা (চট্টগ্রাম) : আনোয়ারা উপজেলায় দুই অটোর সংঘর্ষে যুবক বৃষ্ণ পদ দের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের হাইলধর মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্ণ উপজেলার আনোয়ারা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বোয়ালগাঁও গ্রামের অজিত মাস্টারের ছেলে।
মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে খেজুরগাছে মোটরসাইকেলে ধাক্কায় যুবক ইউসুফ আলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কোটচাঁদপুর-আজমপুর সড়কের আজমপুরে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী পান্তাপাড়া গ্রামের সোবাহান আলীর ছেলে।