
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:১৫ এএম

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঈদকে সামনে রেখে সুন্দরবনের বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বনবিভাগ। একই সঙ্গে সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা এবং সার্বক্ষণিক টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবনের প্রাণপ্রকৃতি রক্ষা ও ইকোট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, দেশের সমগ্র সংরক্ষিত বনাঞ্চলের অর্ধেকের বেশি সুন্দরবন। বিগত দিনের তুলনায় সুন্দরবনে অনেকাংশে কমেছে অপরাধ। তারপরও ঈদ উপলক্ষ্যে একশ্রেণির অসাধু লোকজন সুযোগ বুঝে সুন্দরবনের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা চালায়। সেটি প্রতিহত করার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, কাঠ পাচারকারী ও চোরা শিকারিরা অবৈধ পথে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করার চেষ্টা করে। ঈদ উপলক্ষ্যে মৌসুমি হরিণ শিকারিরাও বেপরোয়া হয়ে ওঠে। তাদের দমন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা এবং পর্যটন এলাকাগুলোতে ইকোট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বক্ষণিক টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ঈদ উপলক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে খুলনা রেঞ্জের উদ্যোগে রেঞ্জ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।