
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৩৯ এএম

যুগান্তর প্রতিবেদন, সাভার ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নীট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় শ্রমিকরা সকালে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এতে যানবাহন চলাচল বন্ধ থাকে। যানজটে দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
এদিকে, শ্রমিকদের ‘ঈদের ছুটি’ বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য জিন্স অ্যাপারেলন্স নামের একটি তৈরি পোশাক কারখানার মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে।
কালিয়াকৈরের কামরাঙ্গীচালা এলাকায় ‘হ্যাগ নীট ওয়্যার’ নামে একটি ছোট কারখানা রয়েছে। কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রমিকরা কাজে গিয়ে দেখেন কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মালিকপক্ষকে ডেকে এনে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এদিকে, প্রায় দুই ঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যদের অনুরোধে জিন্স অ্যাপারেলন্সের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কের অবরোধ প্রত্যাহার করে।
শ্রমিকদের অভিযোগ, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মালিকপক্ষ ৮ দিনের ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ও আমাদের বাৎসরিক ছুটি যুক্ত করে ৮ দিন করা হয়েছে। আমাদের বাৎসরিক ছুটিগুলো জেনারেল ডিউটির মধ্যে সমন্বয় করার কথা। কিন্তু তারা ওই ছুটির দিনগুলো ঈদের ছুটির সঙ্গে যুক্ত করেছেন। এতে শ্রমিকরা মালিকপক্ষ থেকে আরও দু’দিনের ছুটি দাবি ও চলতি মাসের বেতন ওভারটাইমের টাকা পরিশোধের দাবি করেন। শ্রমিকরা এসব দাবিতে সোমবার কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করে। এ ঘটনায় মালিকপক্ষ বেশকিছু বহিরাগতকে কারখানায় ডেকে আনে। এতে শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় মালিকপক্ষ কারখানার শ্রমিকদের নামে একটি মামলা দায়ের করেছেন।