
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে অর্থের বিনিময়ে এনআইডির তথ্য বিক্রির অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা অভিযোগের সত্যতা পাওয়ায় ২ ব্যক্তিকে আটক করেছেন। তারা হলেন রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম। এর আগে, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশন সচিবালয় আইডিইএ প্রকল্প, ২য় (পর্যায়) পরিচালক (আইটি) উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর, জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগ সিস্টেম এনালিস্ট, আইএস শাখা (এনআইডি) প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম।