
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
পটুয়াখালীর বাউফলে হাট-বাজার ইজারার দরপত্রের বাক্স খোলার পর পরই সর্বোচ্চ দরদাতার ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট ইজারার দুটি দরপত্র পাওয়া যায়। ৩৫ লাখ টাকার দরপত্র জমা দেন আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন পঞ্চায়েত, আর ৩৭ লাখ টাকার দরপত্র জমা দেন একই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলমাছ তালুকদার। নাম ঘোষণার পর পরই জসীম উদ্দিন দলবল নিয়ে আলমাছ তালুকদারকে এলোপাতাড়িভাবে চর থাপ্পড়, কিল-ঘুসি মারেন। আহত আলমাছকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলমাছ তালুকদার বলেন, প্রথমে জসীম পঞ্চায়েত হাটের ইজারায় অংশ নিতে আমাকে বারণ করেন। দরপত্র জমা দেওয়ায় ক্ষিপ্ত হন। দরপত্র খোলার পরই তিনি উত্তেজিত হয়ে আমার ওপর চড়াও হন। আমি এর বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে জসীম উদ্দিন পঞ্চায়েত বলেন, আলমাছ তালুকদারের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তিনি অসদাচরণ করায় সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, দরপত্র খোলার বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।