
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবক রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপীর আদালত এ রায় দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ অক্টোবর ভোরে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে আসামি। এ ঘটনায় শিশুটির বাবা যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন : যশোর ব্যুরো জানান, অভয়নগরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক শামীম হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন।
শামীম অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
২০২০ সালে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন আসামি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভয়নগর থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই রায় দেন ট্রাইব্যুনাল।