
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম

রংপুর ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রংপুরে কৃষকদের শস্য ঋণ প্রদানের নামে টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংক পীরগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০১৭ সালে ওই শাখায় কর্মরত থাকাকালে তিনি ১৬৮ কৃষকের নামে ১ কোটি ৩৬ লাখ টাকা ভৌতিক শস্য ঋণ বিতরণ করেন। এ ঘটনায় দুদকের মামলায় বৃহস্পতিবার তিনি রংপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক ফজলে খোদা মো. নাজির জামিন নামঞ্জুুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।