
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে লবণ চাষি শফি আলম নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পদ্মবর চঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কোস্ট গার্ড সদস্যদের তাড়া খেয়ে পালানোর সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে লবণ চাষি শফি বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। শফির ভাই রাসেল জানান, দুই ভাই লবণ মাঠে যাচ্ছিলাম। এ সময় কোস্ট গার্ডের ধাওয়ায় সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। আমরা নিরাপদে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু পদ্মবর চঁড়ায় পৌঁছাতেই সন্ত্রাসীরা তাকে টার্গেট করে গুলি চালায়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মানবেন্দ সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।