
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম

চট্টগ্রাম ব্যুরো ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক গণসংযোগ কর্মকর্তা ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দে র উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার ভবনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, অপু আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সিন্ডিকেটের সদস্য। গত বছরের ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কারফিউ জারি করা হয়েছিল, যা তাদের আন্দোলন দমনের জন্য ব্যবহৃত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান, অপু একজন সরকারি কর্মকর্তা হওয়ায় বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। দুদক সূত্র জানায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) অপুর বিরুদ্ধে ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। অনুসন্ধানে বেরিয়ে আসে, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন সিন্ডিকেটের মাধ্যমে বদলি, নিয়োগ ও অস্ত্রের লাইসেন্স বাণিজ্যে জড়িত ছিলেন।
মো. শরীফ মাহমুদ অপু কুমিল্লা বুড়িচং উপজেলা সদরের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়।
সন্ধ্যা ৭টার দিকে ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, বেতারের ওই কর্মকর্তাকে আমরা থানা হেফাজতে নিয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন।