
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক কেএম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবকদল, কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ ও কেএম ওবায়দুর রহমান স্মৃতি পরিষদ নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল ৯টায় ওবায়দুর রহমানের নগরকান্দার লস্করদিয়ার বাসভবনসংলগ্ন সমাধিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও কুরআন তেলাওয়াত, বাদ জোহর নগরকান্দা ও সালথার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, বিকাল ৪টায় নগরকান্দা উপজেলা সদরের সরকারি এমএন একাডেমি মাঠে বিএনপির উদ্যোগে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা উপস্থিত থাকবেন।