
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ বাবুর বাবা রমেন্দ্র নারায়ণ সরকার (৯০) মারা গেছেন। বুধবার রাতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাড়ারকোনা গ্রামে নিজবাড়িতে তার মৃত্যু হয়। মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ণ সরকার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে অধ্যাপক ড. রমা বিজয় সরকার সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং মেজো ছেলে রমারঞ্জন সরকার মধ্যনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি। দুই মেয়ে মালা সরকার ও বেলা সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকার সনাতন সাংবাদিকদের সংগঠন স্বজনের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক অনিমেষ কর।