
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম

রাজশাহী ব্যুরো ও বাঘা প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাঘার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম, দুর্নীতি ও বিএনপি নেতাদের ভিজিডি কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াত মানববন্ধনের আয়োজন করে। এ সময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও যুবদল সভাপতি এনামুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মী জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে ঘটনাস্থলে যায়।
বিএনপি নেতারা জামায়াত নেতাকর্মীদের মানববন্ধন না করে চলে যেতে বলেন। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা জামায়াতের নেতাকর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা চালায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের দুইজন জামায়াত কর্মীকে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বাউসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান বলেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা কর্মসূচি করছিলাম দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। বিএনপির লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, জামায়াতের লোকজন মানববন্ধনে বিএনপির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিল। এ সময় আমরা সেখানে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি। আমরা হামলা করিনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, সেখানে মারামারির তেমন কিছু পাইনি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।