
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে ৯ হাজার ২৮০ বস্তা ইউরিয়া সার লোপাট করেছে একটি চক্র। যার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। সরকারি এই ইউরিয়া সার নির্দিষ্ট সময়ে বাফার গুদামে পৌঁছে না দিয়ে তা অন্যত্র বিক্রি করে দিয়েছে ওই চক্র। এ ঘটনায় ১৪ মার্চ অভয়নগর থানায় মামলা হলে যশোর ডিবি পুলিশ বুধবার দুজনকে আটক করেছে।
জানা যায়, সম্প্রতি ‘সামিট অ্যাসোসিয়েটস’র আমদানি করা ইউরিয়া সার লোপাট হওয়ার ঘটনায় পরিবহণ ও হ্যান্ডলিং ঠিকাদার ‘নভো ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট’র প্রতিনিধি উপজেলার ধোপাদি গ্রামের দীন মোহাম্মাদ মোল্যার ছেলে মোস্তাফিজুর রহমান মিল্টন ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা হচ্ছেন-উপজেলার ভাঙ্গাগেটের শাহরিয়ার ট্রান্সপোর্টের মালিক যশোর জেলার কোতোয়ালি থানার চাউলিয়া গ্রামের মিলন হোসেন, নওয়াপাড়া গ্রামের আবু বক্কার, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের রমজান আলী ও বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের উজ্জল কুমার সাহা। এর মধ্যে মিলন হোসেন ও উজ্জল কুমার সাহাকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে অভয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, মামলা হয়েছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী জানান, সার নিয়ে কেলেংকারিতে জড়িতদের ধরতে গোয়েন্দা সংস্থা কাজ করছে।