Logo
Logo
×

খবর

এনজিও কর্মীকে বেঁধে নারী সহকর্মীকে নির্যাতন

চান্দিনায় নগ্ন ভিডিও করে অর্থ আদায়

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লার চান্দিনায় এক এনজিও কর্মীকে বেঁধে তার নারী সহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দীঘির পারের একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছে বেঁধে বখাটেরা নারী সহকর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করে। এরপর তারা মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলাতলি গ্রামে ঋণের কিস্তি আদায় করতে একটি এনজিওর দুই কর্মীর সন্ধ্যা গড়িয়ে যায়। এ সময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষে এতবারপুর মালিবাড়ি কাছে মৎস্য প্রজেক্টে পাড়ে নিয়ে আদায় করা কিস্তির টাকা ছিনিয়ে নেয়। সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদেরকে তুলাতলি দক্ষিণপাড়া দীঘির পাড়ে নিয়ে আটকে রাখা হয়।

নির্যাতনের শিকার পুরুষ এনজিও কর্মী বলেন, আমরা কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমাদের বাগানে নিয়ে আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। আর নারী কর্মীকে নগ্ন করে শারীরিক যৌন নির্যাতন করে। তারা নারীকে পুরো নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। বিকাশে ২০ হাজার টাকা এনে দেই। কিন্তু তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলেট করবে বলে জানায়। এদিকে, ২০ হাজার টাকা নেওয়ার পরও তারা নারীর ওপর অত্যাচার শুরু করে। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে এবং আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ আমাদের উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদেরকে থানায় এনে বিস্তারিত শুনে মামলা নেই। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম