মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব
গফরগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ময়ননসিংহের গফরগাঁওয়ে মাটি কাটার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার তললী-সুতারচাপর (পল্টন মোড়) এলাকায় সংঘর্ষে নিহত মেহেদী হাছান রাকিব মণ্ডল (২৫) তললী গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান রাকিব মণ্ডলের সঙ্গে বিএনপি নেতা ইয়াসিন, জাকুয়া ও জিয়ার ভেকু দিয়ে মাটি কাটার ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় সাবিদ হোসেন নামে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়। পরে ইয়াসিন গ্রুপের লোকজন রাকিবকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে।
সুতারচাপর বাজারের এক ব্যবসায়ী জানান, রাকিব গুলি করে পালিয়ে যাওয়ার সময় ইয়াসিন গ্রুপের লোকজন তাকে আটক করে। পরে তাকে রনু মাস্টারের দোকানের পেছনে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। তললী গ্রামের এক বাসিন্দা জানান, নিহত রাকিব এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিল। সংঘর্ষে জড়িত উভয়পক্ষ স্থানীয় বিএনপির নেতাকর্মী।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।