Logo
Logo
×

খবর

ঢাকায় বাসের ধাক্কায় বাবা নিহত, হাসপাতালে ছেলে

শিক্ষক, শিক্ষার্থীসহ সড়কে ঝরল আরও ৪ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী ওবায়দুল ইসলাম মুন্সী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ছেলে লাবিব ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। মঙ্গলবার সকালে মীরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে আরও চারজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে কুড়িগ্রামে পথচারী, চট্টগ্রামে শিক্ষক, নীলফামারীতে শিক্ষার্থী ও বরিশালে মোটরসাইকেলচালক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : ওবায়দুল জমি কেনাবেচার ব্যবসার মধ্যস্থতা করতেন। তিনি পরিবারের সঙ্গে মাতুয়াইল দক্ষিণপাড়ায় থাকতেন। ডেমরার মিরপাড়ায় তার শ্বশুরবাড়ি। সকালে তিনি সেখান থেকে ছেলেকে নিয়ে বের হন। পথে মিরপাড়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন বাবা-ছেলে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ফজলুল হক মারা গেছেন। তিনি পৌরসভার আশারমোড় এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। সোমবার রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে নাগেশ্বরী পৌরসভার আশাড়মোড় এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

মীরসরাই (চট্টগ্রাম) : কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলশিক্ষিক মীরা রানী ভৌমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মীরসরাইয়ের বড়তাকিয়া মাজার গেট এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মীরা রানী খৈয়াছাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিক ছিলেন।

কিশোরগঞ্জ (নীলফামারী) : কিশোরগঞ্জে রাস্তা পারের সময় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র ফরহাদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শ্মশান বাজারসংলগ্ন পেট্রোল পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মন্থনা গ্রামের আনছারের ছেলে ও পানিয়াল পুকুর স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী।

উজিরপুর (বরিশাল): উজিরপুরে মোটরসাইকেল-মাহিন্দ্র সংঘর্ষে চালক জহিরুল ইসলাম স্বপনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উজিরপুরের পরমানন্দসাহা গ্রামে সাতলা-উজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্বপন পৌরসভার ৫নং ওয়ার্ডের মোবারক হাওলাদারের ছেলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম