Logo
Logo
×

খবর

সিলেটে ৪২ আ.লীগ নেতাকর্মীর জামিন

ঠাকুরগাঁওয়ে গ্রেফতার দেখানো হলো সাবেক ছাত্রলীগ নেতাকে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা বিস্ফোরক আইনের চার মামলার ৪২ আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ঢাকার একটি হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

সিলেট : হাইকোর্ট থেকে আগাম জামিনপ্রাপ্তদের অধিকাংশই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। হাইকোর্টে আসামিপক্ষের আইনজীবী শারমিন রুবায়াত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা থেকে জামিনপ্রাপ্ত জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আওয়ামী লীগ নেতা আবুল খায়ের চৌধুরী জানান, সোমবার ছয়জন ও রোববার চারটি মামলায় ৩৬ জনকে আগাম অন্তর্র্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ৩৬ আসামিকে আট সপ্তাহের জন্য অন্তর্র্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন। সোমবার একই বেঞ্চ এ চার মামলায় আরও ছয়জনকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

ঠাকুরগাঁও : পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার খোকনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, খোকন ঢাকার একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ের জিলা স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুটি মামলার মধ্যে একটি হয়েছে ঢাকার আদাবর থানায় এবং অন্যটি ঠাকুরগাঁও সদর থানায়। দুটি মামলার একই আসামি দুটি ঘটনায় অভিযুক্ত। খোকনকে রাজধানীর আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। তিনি ঠাকুরগাঁও শহরের সাহাপাড়ার জহির উদ্দিনের ছেলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম