গাজীপুরে ভবন ভাড়ার সোয়া ৬ কোটি টাকা আত্মসাতের চেষ্টা
ফুল ইভার বিডির তিন কর্ণধারের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ভবন ও শেডের ৪ বছরের বকেয়া ভাড়া পরিশোধে টালবাহানার অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে। ফুল ইভার বিডি লি. নামে ওই মেনুফ্যাকচারিং কোম্পানির কর্ণধাররা ভাড়া পরিশোধ না করে বরং তা আত্মসাৎ করার চেষ্টা করছেন। এ কারণে হোসেন গ্রুপের সিনিয়র অডিট অফিসার এসএম খালেদ মোস্তফা গাছা থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, হোসেন গ্রুপের মালিকানাধীন একাশি হাজার স্কয়ারফিট আয়তনের ভবন ও শেড মাসিক ১৩ লাখ ২৮ হাজার ৯৩২ টাকায় ভাড়া নিয়ে ইভার বিডি লি. পরিচালনা করছেন ১নং বিবাদী রবার্ট হোই হ্যান, ২নং বিবাদী ক্যানের অং এবং ৩নং বিবাদী আবু রশিদ সোলাইমান রাসেল। ১নং বিবাদী ওই কোম্পানির চেয়ারম্যান, ২নং বিবাদী কোম্পানির সিইও এবং ৩নং বিবাদী এজিএম অ্যাকাউন্টস ইনচার্জ। সমস্যার কথা বলে তারা ভবন ও শেড ভাড়া দেই-দিচ্ছি বলে বিভিন্ন তারিখ দিয়ে টালবাহানা ও কালক্ষেপণ করে ৪ বছরের (৪৮ মাস) ভাড়া বাবদ ৬ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ৭৩৬ টাকা বকেয়া করেন। ভাড়া পরিশোধে কোনো পদক্ষেপও নিচ্ছেন না তারা। এ কারণে ৬ ফেব্রুয়ারি বিবাদীদের নোটিশ করা হলে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে গাছা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অডিট অফিসার এসএম খালেদ মোস্তফা যুগান্তরকে জানান, তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন বিবাদীরা উল্লিখিত ভাড়ার টাকা আত্মসাতের উদ্দেশ্যে ভবন ও শেডে থাকা মেশিনপত্র, মালামাল ও ব্যবহৃত গাড়ি গোপনে বিক্রির পাঁয়তারা করছেন।