ঝিকরগাছায় ধর্ষণের শিকার গৃহবধূর পাশে বিএনপি নেত্রী

যশোর ব্যুরো
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর পাশে থেকে মানসিক শক্তি ও সাহস জোগালেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহায়তারও আশ্বাস দিয়েছেন। সোমবার রাতে তিনি ভুক্তভোগীর সার্বিক খোঁজখবর নিতে তার পিত্রালয় মণিরামপুরের হরিহরনগর গ্রামে যান। এ সময় ভুক্তভোগী অধ্যাপক নার্গিস বেগমকে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা এখানে এসেছি। ধর্ষকের কোনো হুমকি-ধমকির কাছে ভুক্তভোগীকে মাথা নত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা মহিলা দলের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মৌলুদা পারভিন, নগর বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শামস এমরান প্রমুখ।