সম্প্রতি ‘স্লিপ জাংকি’ নামে একটি প্ল্যাটফর্ম এমন একজন স্লিপিং বিউটিকে খুঁজছে, যাকে ঘুমের জন্য বেতন দেওয়া হবে! সংস্থাটি জানায়, এই স্লিপিং বিউটি তাদের অফিশিয়াল ম্যাট্রেসগুলো (তোশক) ব্যবহার করবেন। পরখ করে দেখবেন। ম্যাট্রেসগুলো সম্পর্কে ভালো-মন্দ সঠিক পরামর্শ দেবেন। এই ভালো-মন্দ পর্যালোচনার সময় পার হয়ে গেলে বিনামূল্যেই পছন্দসই ম্যাট্রেস নিজের জন্য নির্বাচন করতে পারবেন এই স্লিপিং বিউটি। সেইসঙ্গে বেতন হিসাবে জুটবে ৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখের ওপরে। সিএনএন।